Tuesday, January 5, 2016

কম খরচে রাঙ্গামাটি ঘুরার Tips


১। শুভলংঃ
রিজার্ভ বাজার থেকে যে কোন রুটের লঞ্চে উঠে শুভলং বাজার নেমে পড়ুন। লঞ্চের টাইম সকাল ৭ঃ৩০, ১০ঃ৩০, ১২ঃ০০ ঘটিকা, পরের টাইমগুলো দিলাম না। লঞ্চ ভাড়া জনপ্রতি ৪০ টাকা। বাজারের ১০ মিনিটি আগেই ঝর্ণা। ঝর্ণায় এখন পানি নেই তাই গিয়েও লাভ নেই। তারপরও যেতে চাইলে শুভলং বাজার থেকে একটি বোট নিয়ে নিবেন। শুভলং বাজার থেকে এক হতে দেড় ঘন্টা পর পর রাঙ্গামাটি ফেরার লঞ্চ পাবেন। লঞ্চগুলো বরকল, লংগদু, বাঘাইছড়ি হতে আসে। বাজারের দোকানদারদের কাছে পরবর্তী লঞ্চের টাইম জেনে নিয়ে হাটা পথে (৫ মিনিট) শুভলং আর্মি ক্যাম্পে ঘুরে আসুন। নাস্তা করতে চাইলে বাজারে না করাই ভা। আর্মি ক্যাম্পে কিছু খাবার পাবেন, নাস্তা সেখানেই সেরে নিবেন। ক্যাম্পে টয়লেট আছে, তাই প্রয়োজন সেরে নিতে পারেন।

২। রাজবন বিহার ও রাজ বাড়িঃ
শহরের যে কোন স্থান হতে সিএনজিতে লোকাল ব্যবস্থায় (রিজার্ভ নিবেন না) শিল্পকলায় নামুন। ভাড়া জনপ্রতি বনরূপা হতে ১০ টাকা, রিজার্ভ বাজার হতে ১৫-১৮ টাকা, তবলছড়ি হতে ১৫-১৮ টাকা। এখানে সিএনজি এর ভাড়া নির্ধারিত এবং ড্রাইভাররা তা মেনে চলে তাই বার্গেইনিং এর প্রয়োজন হয় না। শিল্পকলা হতে ৮-১০ মিনিট হাটলেই রাজবন বিহার। মন্দিরে গেলে ভনবান্তের মমি দেখে আসবেন। রাজবন বিহারের ডানের রাস্তা ধরে ২/৩ মিনিট হাটলে পারাপারের নৌকা দেখবেন। ঐপারে রাজবাড়ি। নৌকা জনপ্রতি ১০ টাকা নিবে।

৩। ঝুলন্ত ব্রিজঃ
শহরের যে কোন স্থান হতে সিএনজিতে লোকাল ব্যবস্থায় (রিজার্ভ নিবেন না) তবলছড়িতে আসুন। তবলছড়ি হতে রিজার্ভ সিএনজি নিয়ে (এখানে লোকাল নেই) ঝুলন্ত ব্রিজে আসুন, ভাড়া ৬০/৭০ টাকা। ফিরার সময় ঝুলন্ত ব্রিজ হতে বের হয়ে ৪/৫মিনিট হাটলে সিএনজি স্ট্যান্ড দেখবেন। একই নিয়মে শহরে ফিরে আসুন।

৪। কাপ্তাই ভ্রমনঃ
রাঙ্গামাটি নতুন বাসস্ট্যান্ড হতে বাসে কাপ্তাই এর বড়ইছড়ি নামুন। ভাড়া ৫০ টাকার মতো হতে পারে। বড়ইছড়ি হতে ঝুম রেস্তরায় সিএনজি রিজার্ভ ভাড়াও ৩০ টাকার বেশি হবে না। এখানে পাহাড়, নদী, চা-বাগান এর ভিউ উপভোগ করুন। দুপুরের খাবার এখানেই সেরে নিন। ১ ঘন্টা নৌকায় ঘুরে আসুন, পাহাড়ের আকা-বাকা নদী, দারুন লাগবে। ঘোরা শেষ হলে ঝুম রেস্তরা হতে সিএনজি লোকালে কাপ্তাই শহরে আসুন। কাপ্তাই শহর হতে রাঙ্গামাটির আসামবস্তি লোকাল সিএনজি পাবেন। এটি কিন্তু আগের রুট নয়, রাঙ্গামাটি-কাপ্তাই নতুন রাস্তা, অসাধারন এই রাস্তার দুপাশের ভিউ। সিএনজি ভাড়া জনপ্রতি ৮০ টাকা। ভিউ ভালভাবে উপভোগ করতে চাইলে সিএনজির সামনে বসুন অথবা ডানপাশে বসুন। আসাম বস্তি হতে আবার লোকাল সিএনজিতে তবলছড়ি (১৫ টাকা/জন), তবলছড়ি হতে লোকাল সিএনজিতে আপনার হোটেলে ফিরে আসুন।
** কাপ্তাই এভাবে ভ্রমন করলে- খরচ কমবে, রাঙ্গামাটি-কাপ্তাই এর ২টি রাস্তাই দেখতে পাবেন। মনে রাখবেন যাবার সময় বাসে এবং ফেরার সময় সিএনজি। কারন ফেরার সময় বাসে ফিরলে সিট পাবার সম্ভাবনা কম।

খুব সংক্ষেপে লিখেছি। আমি আছি রাঙ্গামাটি। কেউ যদি আরো কিছু জানতে চান বা কোন সাহায্যের দরকার হয় নিঃশংকচে আমাকে ইনবক্স করুন।
Share:

Definition List

Definition list