দীর্ঘদিন ধরেই একে অপরকে চিনতেন তাঁরা। জুনেইদ মুসলিম ধর্মাবলম্বী, আর গরিমা হিন্দু। কিন্তু ধর্মের জন্য পরিবারের তরফে কখনও কোনও বাধা আসেনি। খুব সহজেই তাঁদের গ্রহণ করেছিল দুই পরিবার। ফলে বিয়ের দিনটিতেও ধর্মকে দূরেই সরিয়ে রাখতে চেয়েছিলেন যুগল। তাই কোনও ধর্মীয় অনুষ্ঠান নয়, দুই পরিবারের উপস্থিতিতে, দুই সংস্কৃতির মিশেলে ঘরোয়া অনুষ্ঠানে দুই হাত এক হয় জুনেইদ-গরিমার। তাঁদের বিয়ের ট্যাগ লাইন ছিল #ShaikhltWithJosh।
পার্টিতে ছিল স্পেশাল নাচ, গান, খাবার-দাবারের আয়োজন। পাশাপাশি দুর্দান্ত একটি ফোটোগ্রাফি সেশনেরও আয়োজন করেছিলেন জুনেইদ-গরিমা। ফেসবুকে আপলোড করেছেন তাঁদের ওয়েডিং ভিডিওটিও। ইতিমধ্যেই ৩৭ হাজার ছাড়িয়েছে সেই পোস্টটির ভিউয়ার সংখ্যা। সূত্র: আনন্দবাজার।