ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রফেসর ড. মো. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর তাকে ৪ বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন।
ড. মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণি নিয়ে পাস করে ২০১১ সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালে তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে তার শিক্ষকতা শুরু হয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সদস্য।
অধ্যাপক মশিউর রহমান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ও আদর্শ শিক্ষক প্রয়াত তোফাজ্জল হোসেনের ছেলে। ঝালকাঠির কৃতি সন্তান ড. মশিউর রহমান নলছিটি মার্চেন্টস মডেল স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।
২০১১ সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পার্বত্য চট্টগ্রামের নৃ-জনগোষ্ঠীর ওপর পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালে তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। ড. মশিউর চীন, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, সুইডেন সহ অনেক দেশের সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে সুনাম অর্জন করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন ড. মশিউর রহমান। তার বহু গবেষণা-প্রবন্ধ দেশ-বিদেশের জার্নাল ও বইয়ের অধ্যায় হিসেবে প্রকাশিত হয়েছে। তার পিএইচডি’র গবেষণা কর্মটি সুইডেনের বিখ্যাত লুন্ড বিশ্ব বিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে। এর পুর্বে ড. মশিউর রহমান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।