প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন আবু হেনা রনি, ভারতের জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ আয়োজনের চ্যাম্পিয়ন। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেড়ানো নিয়ে ৬ মে রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে ‘বৃষ্টির জল’ শিরোনামের একটি কবিতা থেকে দুটি লাইন তুলে দেন। লাইন দুটি হলো— ‘তোমার মোঘল জলাধারে/ ইনি গা ভেজালেন।’ ভুল বুঝতে পেরে ৭ মে রাত ১১টা ৪৪ মিনিটে দুঃখপ্রকাশ করে ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে লিখেছেন, ‘বৃষ্টির দিনে পছন্দের একটি কবিতার দুটি লাইন শুধু এক করেছিলাম। কিন্তু আপনারা সেটাকে অন্য কিছুর সাথে এক করে ফেললেন। এই বৃষ্টির দিনে কেউবা ইচ্ছা করে হাটু পানিতে ভিজছে কেউবা গোটা ম্যানহলে ডুবছে, বিষয়টা শুধুই এই। তবুও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’
ঘটনা এখানেই শেষ নয়। এবার আবু হেনা রনির বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। ৯ মে বিকালে সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মামলাটি দায়ের করেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, মামলাটি ১১ মে রাতে রেকর্ড করা হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিজের ভুল বুঝতে পেরে ৭ মে স্ট্যাটাসটি প্রত্যাহার করে নিয়েছেন রনি। আজ শুক্রবার রাতে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি দেশের জন্য কত বড় সম্মান বয়ে এনেছি। ভারতের এত বড় একটা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। আমরা তো নানা কিছু নিয়ে জোকস বলি, স্ট্যাটাস দেই। কিন্তু তা নিয়ে যে এত বড় ঘটনা ঘটতে পারে, তা একবারও ভাবিনি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কষ্ট দেওয়ার জন্য কিংবা তাকে ছোট করার জন্য মোটেও এই কাজ করিনি। আমি তার কাছে ক্ষমা প্রার্থী। তিনিও একজন মা, আশা করি এই সন্তানকে তিনি ক্ষমা করবেন।’
আবু হেনা রনি সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বিলদহরের আব্দুল লতিফের ছেলে। ২০১২ সালের ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ আয়োজনের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে স্ট্যান্ড–আপ কমেডি নিয়ে কাজ করছেন তিনি।